সংবিধান থেকে এক চুলও নড়বে না সরকার : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ১২:৫০:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩
- / ১৬১৩ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি যতই কর্মসুচী দিক, সংবিধান থেকে এক চুলও নড়বে না সরকার। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন আর মার্কিনীরা বিএনপিকে ঘোড়ার ডিম দিয়ে গেছে। বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে, আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রার আগে, এসব কথা বলেন ওবায়দুল কাদের। বিএনপির পদযাত্রাকে পরাজয় যাত্রা উল্লেখ করে এবার তাদের পতন যাত্রা শুরু হয়েছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
রাজধানীর রমনা ও আশে পাশের এলাকার চিত্র এটি। দুপুরের পর থেকেই ব্যানার, ফেস্টুন আর নেতাকর্মীদের শ্লোগানে মুখরিত পুরো এলাকা।
সারাদেশে বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় অংশ নেয় মহানগরের বিভিন্ন থানা, ওয়ার্ড ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে নির্মিত অস্থায়ী মঞ্চে শোভাযাত্রা আগে সমাবেশে যোগ দেন, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সমাবেশে, আন্দোলনের নামে বিএনপির নৈরাজ্য ও সন্ত্রাসের সমালোচনা করেন কেন্দ্রীয় নেতারা।
বিএনপির কথায় তত্ত্বাবধায়ক সরকার এবং সংসদ বিলুপ্তি হবে না জানিয়ে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনার পদত্যাগের প্রশ্নই ওঠে না।
ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের বাংলাদেশ সফর নিয়ে কথা বলেন তিনি।
বিএনপির একদফা কর্মসুচির সমালোচনা করে, তাদের পদযাত্রাকে পরাজয় যাত্রা বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।
রমনা থেকে শুরু করে শাহবাগ, সাইন্সল্যাবরেটরি-কলাবাগান হয়ে ধানমন্ডির ৩২ নম্বরে গিয়ে শেষ হয় আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা।