সংবিধান সংশোধন করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি বিএনপি’র
- আপডেট সময় : ০৮:৩০:০৮ অপরাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
সংবিধান সংশোধন করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় একথা বলেন তারা। সভায়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ আজ জনগণের সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়েছে। দেশ আজ একদলীয় রাষ্ট্র ব্যবস্থার আদলে চলছে বলেও মন্তব্য করেন তিনি।
৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রোববার জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা করে জাতীয়তাবাদী ওলামা দল। এতে বিএনপির সিনিয়র নেতারা বলেন, কোনো ধর্মের মানুষই এই সরকারের আমলে নিরাপদ নয়। সংবিধান সংশোধন করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান তারা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হলেও মানুষের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়নি। আওয়ামী লীগ আজ জনগণের সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সংগঠনকে শক্তিশালী করে, বর্তমান শাসককে সরিয়ে সত্যিকারের একটি গণতান্ত্রিক সরকার গঠনে ভুমিকা রাখতে নেতা-কর্মীদের আহবান জানান মির্জা ফখরুল।