সংযুক্ত আরব আমিরাতে ফ্র্যাঞ্চাইজি টি-টেন লিগে অংশ নিচ্ছেন সাকিব আল হাসান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
সংযুক্ত আরব আমিরাতে ফ্র্যাঞ্চাইজি টি-টেন লিগে অংশ নিচ্ছেন সাকিব আল হাসান। টুর্নামেন্টের ষষ্ঠ আসরে বাংলা টাইগার্সের আইকন ক্রিকেটার হিসেবে দেখা যাবে দেশসেরা ক্রিকেটারকে।
সম্ভাবনা রয়েছে অধিনায়কত্বেরও। তবে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। জানা গেছে, দুই পক্ষের আলোচনা এগিয়েছে। সাকিব ছাড়া আরও দুই বাংলাদেশি যুক্ত হচ্ছেন বাংলা টাইগার্সের সাথে। টিম মেন্টর হিসেবে থাকবেন কোচ ও ক্রিকেট বিশেষজ্ঞ নাজমুল আবেদিন ফাহিম। আর প্রধান কোচের ভূমিকায় থাকছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ। তবে ডিসেম্বরের শুরুতে দেশের মাটিতে ভারত সিরিজ থাকায় টি-টেন লিগের পুরো মৌসুমে নাও খেলতে পারেন সাকিব আল হাসান।