সংযুক্ত আরব আমিরাতের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২
- / ১৭৯২ বার পড়া হয়েছে
সংযুক্ত আরব আমিরাতের ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। গতকাল প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যু হয়। শেখ খলিফার মৃত্যুতে তাঁর সৎভাই ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ দেশটির প্রেসিডেন্ট হলেন।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডব্লিউএএম জানায়, ইউএইর সুপ্রিম কাউন্সিল আবুধাবির শাসক শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে প্রেসিডেন্ট নির্বাচিত করেছে। আরব আমিরাত সরকার প্রেসিডেন্টের মৃত্যু উপলক্ষে ৪০ দিনের জাতীয় শোক ঘোষণা করেছে। রাষ্ট্রীয় শোক চলাকালে দেশটির পতাকা অর্ধনমিত রাখা হয়। আগামী ৩ দিন সব মন্ত্রণালয়ের কার্যক্রম বন্ধ থাকবে। একইসঙ্গে, দেশটিতে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান তিন দিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।