সংসদ নির্বাচনকে ঘিরে বগুড়ার ছাপাখানাগুলো সারা বছরের ক্ষতি পুষিয়ে নিয়েছে
- আপডেট সময় : ১২:৫৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪
- / ১৭৩১ বার পড়া হয়েছে
সংসদ নির্বাচনকে ঘিরে বগুড়ার ছাপাখানাগুলো সারা বছরের ক্ষতি পুষিয়ে নিয়েছে। ব্যানার, পোস্টার, ফেস্টুন, লিফলেট ভোটার কার্ড, স্টিকার ছেপেছে এতোদিন । তবে প্রার্থীদের অভীযোগ কাগজের দাম বেড়ে যাওয়ায় কয়েকগুণ বেড়েছে ছাপা খরচ। বিকল্প হিসেবে কাপড়ের ব্যবহার করেছেন অনেকে।
কিছুদিন আগে ছাপাখানাগুলো নীরব থাকলেও এখন হয়ে উঠেছে সরব। দিনরাত সমানভাবে কাজ চলছে। শুধু বগুড়া নয়, আশপাশের জেলার প্রার্থীরাও ছাপার কাজ করছেন বগুড়ায়। আধুনিক ডিজাইন আর মানসম্মত ছাপা নজর কাড়ছে সবার। নির্বাচন কমিশনের নিয়ম মেনেই চলছে ছাপার কাজ।
এবার প্রচারণায় যোগ হয়েছে কাপড়ের ব্যানার। টেকসই আর কাগজের দাম বেশি হওয়ায় প্রার্থীরা ঝুঁকেছেন কাপড়ের ব্যানারে। রাস্তায় রাস্তায় ঝুলছে এসব ব্যানার।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হলে ছাপার কাজ আরো বাড়ত জানালেন মুদ্রণ শিল্প মালিক সমিতির এই নেতা।
কাগজ, কালি আর প্রকাশনা সামগ্রীর দাম কমানোর দাবি ছাপাখানা মালিকদের।
কিছুদিন আগে ছাপাখানাগুলো নীরব থাকলেও এখন হয়ে উঠেছে সরব। দিনরাত সমানভাবে কাজ চলছে। শুধু বগুড়া নয়, আশপাশের জেলার প্রার্থীরাও ছাপার কাজ করছেন বগুড়ায়। আধুনিক ডিজাইন আর মানসম্মত ছাপা নজর কাড়ছে সবার। নির্বাচন কমিশনের নিয়ম মেনেই চলছে ছাপার কাজ।
এবার প্রচারণায় যোগ হয়েছে কাপড়ের ব্যানার। টেকসই আর কাগজের দাম বেশি হওয়ায় প্রার্থীরা ঝুঁকেছেন কাপড়ের ব্যানারে। রাস্তায় রাস্তায় ঝুলছে এসব ব্যানার।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হলে ছাপার কাজ আরো বাড়ত জানালেন মুদ্রণ শিল্প মালিক সমিতির এই নেতা।
কাগজ, কালি আর প্রকাশনা সামগ্রীর দাম কমানোর দাবি ছাপাখানা মালিকদের।