সংসদ নির্বাচনে নিজ-নিজ আসনে গণসংযোগে ব্যস্ত মনোনীত প্রার্থীরা
- আপডেট সময় : ১২:৪৭:১৩ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪
- / ১৮০৬ বার পড়া হয়েছে
সংসদ নির্বাচনে নিজ-নিজ আসনে প্রচারণা ও গণসংযোগ ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীরা। যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে । এ সময় নানান প্রতিশ্রুতি দিচ্ছেন তার। এছাড়াও ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে স্বতন্ত্র প্রার্থী।
নৌকার নির্বাচনী প্রচারণায় অংশ নিতে নিজ আসনে নেতাকর্মীদের নিয়ে পথসভা করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে বিএনপি জামায়াত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
রংপুরে শীতের তীব্রতা উপেক্ষা করে প্রার্থীরা খুব সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ছুটছেন ভোটারদের কাছে। করছেন খুলি বৈঠক, পথসভা, গণসংযোগ। হারাগাছের দরদী বাজার এলাকায় বিড়ি শ্রমিকদের নিয়ে উঠোন বৈঠক করেছেন রংপুর-৪ আসনের আওয়ামীলীগের হেভিওয়েট প্রার্থী বানিজ্যমন্ত্রী টিপু মুনশি।এ সময় উন্নয়নের জন্য নৌকায় ভোট দেয়ার আহবান জানান তিনি।
রংপুর-২ আসনের তারাগঞ্জ উপজেলার ডাঙ্গিরহাট এলাকায় গণসংযোগ করেছেন জাতীয় পার্টি প্রার্থী সাবেক এমপি আনিছুল ইসলাম মন্ডল।
বরিশালের ৬টি আসনের ৩৫ প্রার্থী শেষ মুহুর্তেও দিন রাত ব্যস্ত সময় পার করছেন। দুপুরে নগরীর বগুরা রোর্ড এলাকায় নৌকার প্রার্থী ও বর্তমান পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম প্রচার প্রচারণা চালান। অন্যদিকে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. সালাহউদ্দিন রিপন বরিশাল সদর উপজেলার চরকাউয়া এলাকায় উঠান বৈঠক করেন।
জামালপুর-২ আসনে ইসলামপুরে জাতীয় পার্টির নেতা কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা আল মাহমুদ। এসময় লাঙ্গল প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান তিনি ।
ময়মনসিংহ-১১ ভালুকা আসনে গণসংযোগ করেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী কাজিম উদ্দিন আহম্মেদ ধনু।
সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের কামালকাটি বাজারে নির্বাচনী জনসভা সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ.ফ.ম রুহুল হক।
কুমিল্লা-১১ আসনের চৌদ্দগ্রামের শুভপুর ইউনিয়নের কাদৈর উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী সমাবেশ করেন সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক ।
চট্টগ্রাম প্রেসক্লাবে মতবিনিময়ে নৌকা মার্কায় ভোট চান চট্টগ্রাম ১০ আসনের আওয়ামীলীগ প্রার্থী মহিউদ্দিন বাচ্চু।
খুলনা-৫ আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজয় ঠেকাতে নৌকার প্রার্থী রাজনৈতিক বিভিন্ন অপকৌশল ও ভোটকেন্দ্রের প্রভাব সৃষ্টিসহ নানা অপতৎপরতামূলক কর্মকাণ্ডের আশঙ্কার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে স্বতন্ত্র প্রার্থী আকরাম হোসেন।