সংসদীয় নির্বাচনের ফলাফল নিয়ে ইরাকের বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১
- / ১৬০০ বার পড়া হয়েছে
সংসদীয় নির্বাচনের ফলাফল নিয়ে ইরাকের বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে। রাজধানীর উচ্চ-নিরাপত্তা গ্রীন জোনের বাইরে নিরাপত্তা বাহিনীর সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়।
বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর দিকে পাথর নিক্ষেপ করে এবং মাঝে মাঝে গুলির শব্দ শোনা যায়,। মৃত্যু এবং হতাহতের খবর পাওয়া গেলেও আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করা যায়নি। ১০ অক্টোবরের সংসদীয় ভোটে মুসলিম শিয়া নেতা মোকতাদা আল-সদরের নেতৃত্বে একটি ব্লকে ৭৩টি আসন জিতে, পার্লামেন্টের বৃহত্তম দল হিসাবে অবস্থান বজায় রেখেছে। ইরাকের স্বাধীন নির্বাচন কমিশন নির্বাচনের পরে ১৩’শ টিরও বেশি আপিল পেয়েছে, যার অধিকাংশ মোকতাদা আল সদরের পক্ষ থেকে দায়ের করা হয়েছে।প্রাথমিক মূল্যায়নের পর, কমিশন প্রমাণের অভাব উল্লেখ করে বেশিরভাগ অভিযোগকে আমলে নেয়নি। এর প্রতিবাদেই রাস্তায় নামে সংক্ষুব্দ জনতা।