সংসদীয় ব্যবস্থার নামে জনগণে ঘাড়ে দলীয় একনায়কতন্ত্র চাপিয়েছে আ’লীগ-বিএনপি
- আপডেট সময় : ০৭:২৬:১২ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
সংসদীয় ব্যবস্থার নামে জনগণের ঘাড়ে দলীয় একনায়কতন্ত্র চাপিয়ে দিয়েছে বিএনপি ও আওয়ামী লীগ। এ অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বিকেলে ঢাকার কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। জাপা চেয়ারম্যান আরো বলেন, স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার কারণেই দুর্নীতিতে আঙুল ফুলে কলাগাছ আওয়ামী লীগ ও বিএনপি নেতারা। দেশে তাদের এতো টাকা রাখার জায়গা নেই বলেই বিদেশে টাকা পাচার হচ্ছে।
জাতীয় পার্টির নেতা মরহুম খন্দকার মোতাহের মুকু ও মীর আজগর আলী স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টি। এসময় প্রধান অতিথির বক্তব্যে দলের চেয়ারম্যান জিএম কাদের অভিযোগ করেন, ১৯৯১ সালে স্বৈরাচার নিপাতের কথা বলে জনগণের উপর সংসদীয় স্বৈরাচারের একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দিয়েছে বিএনপি ও আওয়ামী লীগ।
তিনি আরো অভিযোগ করেন, একনায়কতান্ত্রিক এই শাসন ব্যবস্থার সুফলভোগী বড় দলটির নেতারা আজ বিদেশে অর্থপাচারে ব্যস্ত।
১৯৯৭ সালের ৯ জানুয়ারী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হওয়ায়, তার স্মরণে দিনটিকে আগামীতে গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ দিন হিসেবে উদযাপন করবে বলেও ঘোষণা দেন জিএম কাদের।