সংসদে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার জাতীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৩৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩
- / ১৬৯৬ বার পড়া হয়েছে
জাতীয় সংসদে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ২০২৩-২৪ অর্থবছরের জন্য দেশের ৫২তম এই বাজেটে ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা; যা জিডিপি’র ৫ দশমিক ২ শতাংশ। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৫ লাখ কোটি টাকা। এর মধ্যে রাজস্ব বোর্ডের কর ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা। বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭.৫ শতাংশ আর মূল্যস্ফীতি ধরা হয়েছে ৬ শতাংশ। ব্যক্তিখাতের আয়কর সীমা নির্ধারণ করা হয়েছে সাড়ে ৩ লাখ টাকা। প্রস্তাবিত বাজেটকে গরীব বান্ধব এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রথম বাজেট বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
ঘড়ির কাটায় ২টা ৫৫ মিনিট। ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ব্রিফকেস নিয়ে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় সংসদ কক্ষে প্রবেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ২০২৩-২৪ অর্থ বছরের এই বাজেট বর্তমান মেয়াদে সরকারের এবং অর্থমন্ত্রীর ৫ম বাজেট। আগামী নির্বাচনের আগে, এটি বর্তমান সরকারের শেষ বাজেট।
স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরীর সভাপতিত্বে বাজেট অধিবেশন শুরু হয় তিনটায়। অর্থমন্ত্রী অনুমতি চাইলে, প্রস্তাবিত বাজেট উত্থাপনের অনুমতি দেন স্পিকার।
বাজেট টেবিলে উত্থাপন হয়েছে জানিয়ে, তা পঠিত বলে গণ্য করার অনুমতি চান অর্থমন্ত্রী। পুরো বাজেট বক্তব্য তুলে ধরা হয় অডিও ভিজুয়াল প্রেজন্টেশনে। এবারে বাজেট শিরোনাম, উন্নয়ন অগ্রযাত্রায় দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা। যার মূল দর্শন, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ। আর লক্ষ্য স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট সোসাইটি এবং স্মার্ট ইকোনমি প্রতিষ্ঠা।
৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেটের ঘাটতি এবং ঘাটতি মেটানোর উৎস তুলে ধরা হয়।
তুলে ধরা হয় জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ও মূল্যস্ফীতির তথ্য। জানানো হয় রাজস্ব লক্ষ্য মাত্রা এবং অর্জণে পথ নির্দেশনা। আগামী বছর থেকে সার্বজনীন পেনশন স্কিম চালু হবে জানিয়ে প্রস্তাবিত বাজেটকে গরবী বান্ধব এবং জনদক্ষতা বৃদ্ধির বাজেট হিসেবে তুলে ধরা হয়। প্রস্তাবিত বাজেটে আগামীর স্মার্ট বাংলাদেশ নির্মাণের পথ নির্দেশ রয়েছে বলেও জানান অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল।