সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে বরিশালের প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমুহ
- আপডেট সময় : ১১:০৫:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে বরিশালের প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমুহ। বছরের পর বছর ধরে অবহেলা আর অযত্নে পড়ে থাকায় ইট-সুরকির দেয়াল আকড়ে রয়েছে গাছ আর লতাপাতা। ঐতিহাসিক নিদর্শনগুলোর সঠিক সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ করা না গেলে ঐতিহ্যের ধারক ও বাহক অমূল্য স্মৃতিচিহ্ন অকালে হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে করে নতুন প্রজন্মের কাছ থেকেও হারিয়ে যাবে এর ইতিহাস ও ঐতিহ্য।
ইতিহাস ঐতিহ্যের স্মৃতি বিজড়িত কলসকাঠিতে জমিদার জানকী বল্লভের বংশধরদের নির্মিত ১৩টি জমিদার বাড়ির নির্মান শৈলী ও কারুকাজ মানুষকে আকৃষ্ট করে। ১৮ শতকে নির্মিত এসব সুউচ্চ প্রাচীর ঘেরা বিশাল ভবনগুলো লতাপাতায় ঘেরা জঙ্গল বাড়িতে পরিনত হয়েছে। অযত্নে অবহেলায় ক্রমেই ধ্বংস হয়ে যাচ্ছে এ সব মূল্যবান ঐতিহাসিক নিদর্শন।
চারশ’বছরের পুরনো রাজা রায়চন্দ্র নির্মিত লাকুটিয়া জমিদার বাড়ি এবং উলানিয়া জমিদার বাড়িটি এখন ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।
ভবিষ্যত প্রজন্মের জন্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণে সরকারের প্রতি দাবি জানান এলাকাবাসী
প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের সহযোগিতায় কিছু নিদর্শন সংরক্ষণ করা হয়েছে, বাকীগুলোও সংরক্ষণ করার আশ্বাস দিলেন জেলা প্রশাসক।
১৮৯৯ সালে জমিদার বরদাকান্ত মিত্র রায় চৌধুরী হিজলায় মা-বাবার সমাধিস্থলে দু’টি মঠ নির্মাণ করেন। স্থাপত্যশৈলীর দিক থেকে ব্যতিক্রম ও দৃষ্টিনন্দন মঠ ভূমি থেকে ৮০ ফুট উঁচু। ১৯৫১ সালে বরদাকান্তের বংশধররা দেশান্তর হওয়ার পর মঠটি পড়ে রয়েছে অযতœ আর অবহেলায়।