সকালে মা ও বিকেলে বাবা শিশু দুইটির সঙ্গে থাকতে পারবেন
- আপডেট সময় : ০৭:৩৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
আলোচিত জাপানী মায়ের দুই শিশু আগামী ৩১ আগস্ট পর্যন্ত ভিকটিম সাপোর্ট সেন্টারে থাকবে। এই সময়ের মধ্যে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত তাদের মা এবং বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বাবা শিশুদের সঙ্গে থাকতে পারবেন। সোমবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন। একই সাথে ৩১ আগস্ট শিশুদেরকে হাইকোর্টে হাজির করতে বলা হয়েছে।
২০০৮ সালে ভালোবেসে জাপানি চিকিৎসক নাকানো এরিকো ও বাংলাদেশি-আমেরিকান নাগরিক শরীফ ইমরান বিয়ে করেন। তাদের ঘর আলো করে ৩টি কন্য সন্তান জন্ম নেয়। এর মধ্যে সংসারে শুরু হয় টানা পড়েন। ২০২১ সালের ১৮ জানুয়ারি শরীফ -এরিকোর বিবাহ বিচ্ছেদ হয়।
বিচ্ছেদের পর শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা ঢাকায় নিয়ে আসে বাবা শরীফ। এরই মধ্যে জাপান থেকে ছুটে আসেন মা এরিকো। মেয়েদের নিজের জিম্মায় নিতে উচ্চ আদালতে আবদেন করেন তিনি। আদালতের এক আদেশের পর রোবিবার রাতে দুই শিশুকে বাবার কাছ থেকে হেফাজতে নেয় সিআইডি।
সোমবার সকালে দুই কন্যার বাবা বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে বিষয়টি নজরে আনেন। দু’পক্ষের শুনানী শেষে শিশু টিকে ভিকটিম সাফোর্ট সেন্টারে রাখার নির্দেশ দেন আদালত। এতে সন্তোষ প্রকাশ করেন জাপানী নাগরিক এরিকোর আইনজীবী।
তবে বাবা শরিফের আইনজীবী মনে করেন, ভিকটিম সাপোর্ট সেন্টার থাকলে দুই শিশুর মানসিক সমস্যা দেখা দিতে পারে।
আগামী ৩১ আগস্ট শিশুদের হাইকোর্ট হাজির করতে এবং এ সময়ের মধ্যে উভয়পক্ষের আইনজীবীদের বিষয়টি সমাধান করতে ভূমিকা রাখার চেষ্টা চালাতে পরামর্শ দিয়েছেন আদালত।