সঙ্কটে বিধ্বস্ত শ্রীলঙ্কার মজুত পেট্রোল ফুরিয়ে গেছে
- আপডেট সময় : ০৪:১৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২
- / ১৫৯২ বার পড়া হয়েছে
সঙ্কটে বিধ্বস্ত শ্রীলঙ্কার মজুত পেট্রোল ফুরিয়ে গেছে। আমদানির প্রয়োজনীয় টাকা হাতে নেই দেশটির। নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে জাতির উদ্দেশে ভাষণে, এমন ভয়ঙ্কর ছবি তুলে ধরেছেন। তিনি বলেন, এই মুহূর্তে যে পরিমাণ পেট্রোল রয়েছে তাতে মাত্র একদিন কাজ চালানো যাবে।
জাতির উদ্দেশে প্রথম ভাষণে তিনি কোনো আশার কথা শোনাননি। উল্টো দেশের মানুষকে সতর্ক করে বলেছেন, আগামী দিনে পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে পারে। দ্বীপরাষ্ট্রের ক্রমবর্ধমান অর্থনৈতিক সঙ্কটের জন্য ক্ষমতাসীন রাজাপাকসের পরিবারকেই দায়ি করেছেন। বিক্রমাসিংহে বলেন, সরকার তেল আমদানির জন্য তিনটি জাহাজ চালাতেই সমর্থ নয়। রেকর্ড মুদ্রাস্ফীতি ও দীর্ঘ বিদ্যুতের ব্ল্যাকআউটের মুখোমুখি হয়ে শ্রীলঙ্কার ২২ মিলিয়ন মানুষ বর্তমানে খাবার, পানি আর ওষুধের গুরুতর সঙ্কটের মুখে দাঁড়িয়ে আছে। আরো কয়েক মাস চরম কষ্টে কাটাতে হবে জানিয়ে, প্রথম দিনই বিক্রমাসিংহে বলেন, সত্য গোপন করে জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দিতে চান না তিনি।