সচিব নয় স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের আহ্বান বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৩:২৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
স্বাস্থ্য সচিব নয়, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
নাটোরে জেলা যুবদলকে সাংগঠনিকভাবে গতিশীল ও শক্তিশালী করতে আলোচনা সভায় ভিডিও কন্ফারেন্সে তিনি এসব কথা বলেন। দুপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু এবং যুবদলের সাবেক আহবায়ক জিল্লুর রহমান খান চৌধুরী। এসময় ভিডিও কনফান্সে কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সহ-সভাপতি ও রাজশাহী বিভাগীয় যুবদল নেতা গোলাম রাব্বানী নেতা কর্মীদের সাংগঠনকো গতিশীল করতে বিভিন্ন পরামর্শ দেন।