সড়ক দুঘর্টনায় ৬ জন নিহত
- আপডেট সময় : ০১:১১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪
- / ১৭৫০ বার পড়া হয়েছে
ময়মনসিংহ , ঝিনাইদহ ও মেহেরপুরে সড়ক দুঘর্টনায় ৬ জন নিহত হয়েছেন।
ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালকসহ ৩ জন নিহত হয়েছেন। তারাকান্দা থানার ওসি ওয়াজেদ আলী জানান, সকালে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে উপজেলা সদরের সরকারি হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই পিকআপ চালকের মৃত্যু হয় এবং গুরুতর আহত দুই যাত্রীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহের মহেশপুরে ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে মারা গেছেন আরও ২ জন। আহত হন ৪ জন। সকালে মহেশপুর খালিশপুর সড়কের ভালাইপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, কয়েকজন যাত্রী অটোরিক্সায় খালিশপুর যাচ্ছিলো। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালি বোঝায় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কাশেম মিয়া ও আলমগীর হোসেন নামে দু’জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
এদিকে..মেহেরপুরে বাসের ধাক্কায় এক সাইকেল চালকের মৃত্যু হয়েছে। সকালে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঘন কুয়াশায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সৌদিয়া পরিবহন সাইকেল চালককে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।