সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশের ভূমিকায় শিক্ষার্থীরা
- আপডেট সময় : ০৬:২৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪
- / ১৬৫৭ বার পড়া হয়েছে
সড়কে শৃঙ্খলা ফেরাতে আজও দেশের বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশের ভূমিকায় শিক্ষার্থীরা। তাদের সঙ্গে রয়েছেন আনসার সদস্যরাও। রাজবাড়ীর বিভিন্ন সড়কে যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে সকাল থেকে কাজ করতে দেখা যায় শিক্ষার্থীদের। তাদের পাশাপাশি আনসার সদস্য, রেড ক্রিসেন্ট ইউনিট ও রোভার স্কাউট সদস্যরাও এই দায়িত্ব পালন করছেন। এছাড়াও শহরের বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যাচ্ছেন তারা।
সিলেটের ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করে যাচ্ছেন বৈরোধী কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা। সিলেট নগরীর বিভিন্ন পয়েন্টে সকাল থেকে তারা যানচলাচলে শৃঙ্খলা ফেরাতে কাজ শুরু করছেন। এ সময় গাড়ি চালকরাও শিক্ষার্থীদের নির্দেশনা মেনে চলতে দেখা যায়।
বরিশালে অনেকটাই স্বাভাবিক রয়েছে সাধারণ মানুষের চলাচল। বাড়তি গাড়ির চাপ সামাল দিতে সড়কে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে রাখতে শিক্ষার্থীরা মাঠপর্যায়ে কাজ করছে ।যানবাহন চালকদের ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ করার পাশাপাশি মোটরসাইকেল চালনার ক্ষেত্রে হেলমেট ব্যবহারের ওপর গুরুত্ব দিতে দেখা গেছে শিক্ষার্থীদের।
বগুড়া শহরের বিভিন্ন রাস্তার যানজট নিয়ন্ত্রণ করছে ছাত্র-ছাত্রী ও বিএনসিসির সদস্যরা। সকাল আটটা থেকে রাত পর্যন্ত শিক্ষার্থীরা তাদের আইডি কার্ড গলায় ঝুলিয়ে সড়কে শৃঙ্খলের সাথে যান চলাচলে সহযোগিতা করছে।
খাগড়াছড়ি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে দাঁড়িয়ে বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে যোগ দিয়েছে গ্রাম প্রতিরক্ষা বাহিনী, আনসার, রেড ক্রিসেন্ট ছাত্র যুব ও স্কাউট দল’কে ট্রাফিক বিভাগের দায়িত্ব পালন করতে দেখা যায়।
এদিকে, হাসপাতালের শৃঙ্খলা ফেরানো ও আবর্জনা পরিস্কারের কাজ শুরু করেছে ঝিনাইদহের শিক্ষার্থীরা। সকাল থেকে ঝিনাইদহ সদর হাসপাতালে অর্ধশত শিক্ষার্থীরা পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান শুরু করে। হাসপাতালের প্রবেশ মুখ, জরুরি বিভাগসহ হাসপাতাল চত্বরে নানা আগাছা পরিস্কার করে তারা।
নাটোর শহরে যানজট নিরসনে কাজ করছেন রোভার স্কাউটের সদস্যরা। সকাল থেকে শহরের প্রাণকেন্দ্র প্রধান সড়কগুলোর শৃংখলা ফেরাতে রোভার স্কাউট এর সদস্যরা কাজ করছেন। এছাড়া ছায়াবানি মোড়ে শিক্ষার্থীরা মোটর সাইকেলের জন্য আলাদা লেন করে দিয়েছেন।
কোটা সংস্কার আন্দলনরত শিক্ষার্থীদের সহযোগীতায় যান চলাচলে অনেকটাই গতি ফিরেছে, একই সঙ্গে সড়কে সেই চিরচেনা যানজট না থাকায় স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে।
পুলিশহীন গাইবান্ধায় ট্রাফিকের দায়িত্ব পালন করছে রোভার স্কাউটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সকাল থেকেই যানজোট নিরসনে শহরের রেলগেট, ট্রাফিকমোড়, ব্রীজরোড গোলচত্ত্বর এলাকায় কাজ করছে শিক্ষার্থীরা।
এখন অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছে ময়মনসিংহের জনজীবন। সকাল থেকে নগরীর বিভিন্ন সড়কে যানবাহনের চাপ বেড়েছে। সরকারি, বেসরকারি অফিস গুলো চলছে স্বাভাবিক নিয়মে।
এদিকে, পটুয়াখালীতে মন্দির গির্জা পাহারা দিতে দেখা গিয়েছে সাধারণ শিক্ষার্থী, বিএনপি- জামায়াতের নেতাকর্মীদের। এদিকে, গেল কয়েকদিন ধরে জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির, ইসলামি আন্দোলন, বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী সম্প্রতির বাণী নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন।