সন্ত্রাস ও নৃশংসতা রুখে দাঁড়ানোর গণশপথ নিলেন ভিসিসহ বুয়েট শিক্ষার্থীরা
- আপডেট সময় : ০৮:৪৬:৪২ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
সব ধরণের সন্ত্রাস ও নৃশংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অঙ্গীকার করলো বুয়েটের উপাচার্য, বিভিন্ন বিভাগের ডিন ও হল প্রভোস্ট এবং সাধারণ শিক্ষার্থীরা। বুধবার দুপুরে বুয়েট অডিটোরিয়ামে গণ-শপথ কর্মসূচিতে এমন অঙ্গীকার করেন তারা। এদিকে, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে ফিরিয়ে আনতে আলোচনা করবে বলে জানিয়েছেন, বুয়েটের উপাচার্য। তবে, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অ্যাকাডেমিক কার্যক্রমে না ফেরার ব্যাপারে অনঢ় থাকার কথা জানান শিক্ষার্থীরা।
পূর্ব ঘোষিত গণ-শপথ কর্মসূচিতে অংশ নিতে বুধবার সকাল থেকে ক্যাম্পাসে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। এ সময় আইডি কার্ড ছাড়া কাউকেই অডিটোরিয়ামের ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি। বিভিন্ন বিভাগের ডীন, হল প্রভোস্ট এবং সাধারণ শিক্ষার্থীরা অংশ নিলেও সাধারণ শিক্ষকদের শপথের আওতায় রাখেনি আন্দোলনকারীরা। যদিও তারা সেখানে উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে একজন শপথ বাক্য পাঠ করান। শপথশেষে শিক্ষার্থীদের প্রতিনিধি জানান, পুলিশের অভিযোগপত্র অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্তদের বহিস্কার করলেই তারা অ্যাকাডেমিক কার্যক্রমে ফিরবেন।
পরে, বুয়েটের উপাচার্য জানান- পুলিশের অভিযোগপত্র দেয়ার বিষয়টি সময় সাপেক্ষ ব্যাপার। তাই দ্রুত শিক্ষার্থীদের অ্যাকাডেমিক কার্যক্রমে ফিরিয়ে আনতে আলোচনা করা হবে । তবে, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অ্যাকাডেমিক কার্যক্রমে না ফেরার বিষয়ে মত- শিক্ষার্থীদের। গেলো ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের ক’জন নেতাকর্মীর নৃশংস নির্যাতনে নিহত হন তড়িৎ কৌশল বিভাগের শিক্ষার্থী আবরার ফাহাদ। এতে ক্ষোভে উত্তাল হয়ে ওঠে বুয়েটসহ গোটা দেশ।