সপ্তাহখানেক রাজধানীতে শীতের তীব্রতা থাকবে কম

- আপডেট সময় : ১০:৩৪:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
সপ্তাহখানেক রাজধানীতে শীতের তীব্রতা থাকবে কম। এরপর জানুয়ারির প্রথম সপ্তাহে আবারো কমবে তাপমাত্রা। আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুস জানান, দেশের উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলে মাঝারি শৈত্যপ্রবাহ চলছে। ঢাকায় ছিন্নমুল খেটে খাওয়া মানুষের শীতে কষ্ট বেড়েছে। বিক্রি বেড়েছে শীতের পোশাকের।
কমলাপুরের ফুটপাতে জীবন কাটে তাদের। কখনো মাটি কেটে অথবা অন্যের ঘরে কাজ করে। ঠাণ্ডার এই দিনগুলোতে চরম কষ্টে কাটে তাদের দিনগুলো। সূর্যের আলো ফুটলেও রাতের অপূর্ণ ঘুমে ডুব দিয়েছে এই শ্রমিক। রাজধানীতে ঠণ্ডার খানিক ছুটি হলেও শীতবস্ত্র কেনায় আগ্রহ বেড়েছে মানুষের। একারণে খুশি বিক্রেতারা।
আবহাওয়া অফিস জানিয়েছেন, তেতুলিয়াসহ উত্তরাঞ্চলে এখনও আছে প্রচন্ড শীত আছে। যা ঢাকায় বসে অনুভব করা যাচ্ছে না। এদিকে, ৫ জানুয়ারি থেকে আবারও শীতের পূর্বাভাস মিলেছে। তবে ঢাকায় বসে তীব্র শৈত্যপ্রবাহের দেখা মেলার সম্ভবনা কম বললেন এই আবহাওয়াবিদ।