সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে চালের দাম
- আপডেট সময় : ০২:৩৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে চালের দাম। মিনিকেট এবং নাজিরশাইল চাল কেজিতে বেড়েছে দুই থেকে তিন টাকা। দাম বাড়ার কারণে ক্রয় ক্ষমতা কমেছে ক্রেতাদের। তবে গত সপ্তাহের তুলনায় ডিম ও ব্রয়লার মুরগির দাম একটু কমেছে। আর শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও আশানুরুপ দাম কমেছেনা বলে অভিযোগ ক্রেতাদের। অপরিবর্তিত রয়েছে ডাল, আটা, তেল, চিনিসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সব খাদ্যপণ্যর মূল্য।
গেল কয়েকমাস থেকে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম উর্দ্ধোমুখী। এর মধ্যে আবারও বেড়েছে চালের দাম। গত সপ্তাহের তুলনায় সরু চাল এবং নাজিরশাইল চাল কেজিতে দুই থেকে তিন টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬৩ থেকে ৬৮ টাকা দামে।
আর প্রতিনিয়ত দাম বৃদ্ধির ফলে নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয়ে সাধারণ মানুষের হিমশিম অবস্থা। ক্ষোভ প্রকাশ করে সাধারণ ক্রেতারা বলছেন আয় বাড়েনি একটুও অথচ খাদ্যপণ্যের মূল্য বাড়ানো হচ্ছে প্রতিদিন।
এদিকে সপ্তাহের ব্যবধানে ডিমের দাম কমেছে ডজন প্রতি ৫ থেকে ১০ টাকা। পাশাপাশি ব্রয়লার মুরগির দামও কিছুটা কমেছে। আর পূর্বের দামেই বিক্রি হচ্ছে ভোজ্যতেল।
শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহ থাকায় দাম কমেছে অধিকাংশ সবজির। তবে ভোক্তাদের অভিযোগ এখনো প্রত্যাশিত দামে পাওয়া যাচ্ছেনা বেশিরভাগ সবজি। বরাবরের মতই ভোক্তাদের দাবি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং করতে হবে।