সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি সবধরনের চালের দাম বেড়েছে ২ থেকে ৩ টাকা
- আপডেট সময় : ০২:৩৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি সবধরনের চালের দাম বেড়েছে ২ থেকে ৩ টাকা। পাশাপাশি মুশুরি ডালের কেজি প্রতি বেড়েছে ১০ থেকে ১৫ টাকা।আর, শীত মৌসুমেও কমেনি শাক সবজির দাম। নিত্যপণ্যের অতিরিক্ত দামের ফলে নাভিশ্বাস ক্রেতাদের। বিক্রেতারা বলছেন, নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রয়েছে। তবে, অস্থিরতা কমাতে বাজার মনিটরিং এর দাবি ক্রেতাদের।
সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে রাজধানীর কারওয়ান বাজারে নিত্য পণ্যের সংগ্রহে ক্রেতাদের এমন ভীড় চোখে পড়ে। সব্জীর লাল সবুজের পসরায় ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা করছেন বিক্রেতারা। শীতের সব্জি সিম ও টমেটো ৪০ টাকা কাঁচামরিচ ২০ টাকা আর নতুন আলু ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
শীতে শাক-সব্জীর মৌসুমে চড়া দামের সমালোচনা করেন ক্রেতারা। মিনিকেট ৫৮ টাকা থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে, আঠাশ চাল ৪৫ টাকা থেকে বেড়ে ৪৭ থেকে ৪৮ টাকায় বিক্রি হচ্ছে। নাজির শাইল ৩ টাকা বেড়ে কেজি প্রতি বিক্রি হচ্ছে ৬৬ টাকা। ময়দার কেজি প্রতি ৫ টাকা বেড়েছে।
খোলা সয়াবিল তেলের মূল্য ৫৮ থেকে ৬০ টাকা। বোতলজাত নিতে হচ্ছে ৭১৫ টাকায়। তবে,মসলা আগের দামেই রয়েছে।
সপ্তাহের ব্যবধানে দেশীয় মসুর ডালের দাম ১০ টাকা থেকে বেড়ে ১১০ টাকায়, আর ভারতীয় মসুরর ডাল ৯৫ টাকায় কিনতে হচ্ছে ক্রেতাদের।
ইলিশ কেজি প্রতি ২শ’ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৪শ’ টাকায়। আকারভেদে রুই মাছের কেজি প্রতি ২২০ থেকে সাড়ে ৩ শ টাকা।
গরু ও খাসির দাম ৫৮০ ও ৯৫০ টাকায় স্থিতিশীল রয়েছে। তবে, বেড়েছে সব ধরণের মুরগীর দাম। ব্রয়লার মুরগী ১৫ টাকা বেড়ে ১৮০ টাকা, সোনালী কেজি প্রতি ৩০ টাকা বাড়িয়ে ক্রেতাদের দিচ্ছেন বিক্রেতারা। নিত্যপণ্যের দামের অস্থিরতা নিয়ে প্রতিনিয়ত ক্ষোভ জানিয়ে আসছে ভোক্তারা।