সপ্তাহের ৩য় কার্যদিবসেও নিম্নমূখী প্রবণতা লক্ষ্য করা গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ
- আপডেট সময় : ০৩:০৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
সপ্তাহের ৩য় কার্যদিবসেও নিম্নমূখী প্রবণতা লক্ষ্য করা গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ- ‘ডিএসই’র লেনদেনে। দুপুর দেড়টা পর্যন্ত ডিএসই’তে ৫৮৫ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এসময় প্রধান সূচক ডিএসইএক্স ৩১ দশমিক ৬ পয়েন্ট কমে ৬ হাজার ৩৬০ পয়েন্ট, ডিএস-থার্টি সূচক ৭ দশমিক ১ পয়েন্ট কমে ১ হাজার ৩৮৭ পয়েন্টে এবং ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ১৬ দশমিক ৪ পয়েন্ট কমে ২ হাজার ৩০০ পয়েন্টে অবস্থান করে।
এখন পর্যন্ত ডিএসই’তে ৩৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৩টির, কমেছে ২৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টির।
শেষ খবর পাওয়া পর্যন্ত লেনদেনের শীর্ষে অবস্থান করছিল- শাইন পুকুর সিরামিক্স, জে এম আই হসপিটাল রিকুইসিট ম্যানুফ্যাকচারিং, প্রভাতী ইন্সুরেন্স কোম্পানি, বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি ও মুন্নু ফেব্রিক্স লিমিটেড।
অপর শেয়ারবাজার- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ- ‘সিএসই’র লেনদেনও ছিল নিম্নমূখী প্রবণতা। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের- সিএসই’র সার্বিক সূচক- সিএএসপিআই ৬৬ দশমিক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭২৩ পয়েন্টে। সিএসইতে আজ ২৭০টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭০টির দর বেড়েছে, কমেছে ১৬৫টির আর ৩৫টির দর অপরিবর্তিত রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সিএসইতে ৪৭ কোটি ৮৪ লাখ টাকার শেয়ারের লেনদেন হয়েছে।