সপ্তাহের ৪র্থ কার্যদিবসে উর্ধ্বমূখী প্রবণতা লক্ষ্য করা গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ
- আপডেট সময় : ০৩:২৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
সপ্তাহের ৪র্থ কার্যদিবসে উর্ধ্বমূখী প্রবণতা লক্ষ্য করা গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ- ‘ডিএসই’র লেনদেনে। দুপুর দেড়টা পর্যন্ত ডিএসই’তে ৫৬২ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এসময় প্রধান সূচক ডিএসইএক্স ১৫ দশমিক ২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৭৬ পয়েন্ট, ডিএস-থার্টি সূচক ২ দশমিক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৯০ পয়েন্টে এবং ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ৫ দশমিক ৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩০৬ পয়েন্টে অবস্থান করে।
এখন পর্যন্ত ডিএসই’তে ৩৮২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮৩টির, কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১টির।
শেষ খবর পাওয়া পর্যন্ত লেনদেনের শীর্ষে অবস্থান করছিল- বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি, শাইন পুকুর সিরামিক্স, জে এম আই হসপিটাল রিকুইসিট ম্যানুফ্যাকচারিং, আরএকে সিরামিক্স ও বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড।
অপর শেয়ারবাজার- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ- ‘সিএসই’র লেনদেন ছিল মিশ্র প্রবণতা। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের- সিএসই’র সার্বিক সূচক- সিএএসপিআই ৪০ দশমিক ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৫১ পয়েন্টে। সিএসইতে আজ ২৭৮টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১১৭টির দর বেড়েছে, কমেছে ১১৫টির আর ৪৬টির দর অপরিবর্তিত রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সিএসইতে ১৩ কোটি ৫ লাখ টাকার শেয়ারের লেনদেন হয়েছে।