সফট স্কিলের অভাবে চাকরির বাজারে ব্যর্থ হচ্ছে অনেক শিক্ষার্থী : শিক্ষামন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫০:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩
- / ১৮১১ বার পড়া হয়েছে
শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি বলেছেন, সফট স্কিলের অভাবে চাকরীর বাজারে ব্যর্থ হচ্ছে অনেক শিক্ষার্থী। একাডেমিক পড়াশোনার পাশাপাশি তাই সফট স্কিলে দক্ষতা বাড়াতে হবে।
বিকেলে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ‘মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ২য় সমাবর্তন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, প্রযুক্তি-নির্ভর বিশ্বে টিকে থাকতে হলে কম্পিউটার ও ইংরেজীতে দক্ষতা এবং কমিউনিকেশন স্কিলসহ নানা ধরনের সফট স্কিলে দক্ষতা বাড়ানোর কোন বিকল্প নেই। দেশে এখন শিক্ষার মান আগের তুলনায় অনেক উন্নত জানিয়ে তিনি বলেন, বাজার চাহিদা অনুযায়ী শিক্ষার রুপান্তর ঘটিয়ে বিশ্ব চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করছে সরকার। সমাবর্তনে বিশ্ববিদ্যালয়টির ২০ শিক্ষার্থীকে পদক প্রদান করা হয়। শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলামসহ অনেকে।