সব জরিপেই এগিয়ে আছেন জো বাইডেন; শুধুমাত্র শ্বেতাঙ্গ ভোটারদের জরিপে এগিয়ে আছেন ট্রাম্প

- আপডেট সময় : ১২:২২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য করা সব জরিপেই এগিয়ে আছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। শুধুমাত্র শ্বেতাঙ্গ ভোটারদের জরিপে এগিয়ে আছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তারপরেও মার্কিন যুক্তরাষ্ট্রে কে জিতবে সেটা এই মুহূর্তে নিশ্চিত করে বলা সম্ভব নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। যেমন, তরুণ প্রজন্ম বাইডেনের পক্ষে রয়েছে। জলবায়ু, অর্থনৈতিক বৈষম্য, বর্ণবাদী বৈষম্য, এগুলোর বিরুদ্ধেও তরুণ প্রজন্ম বেশ সোচ্চার এখন। জো বাইডেন এ বিষয়গুলো নিয়ে তরুণ প্রজন্মের সঙ্গে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয় নিজেদের জন্য আনুকূল্য হবে বলে ৬০ শতাংশ ইসরাইলি মনে করেন। সোমবার এক মতামত জরিপে এমন তথ্য পাওয়া গেছে। জেরুজালেমভিত্তিক থিংকট্যাংক আইডিআই এ মতামত জরিপটি করেছে, মার্কিন নির্বাচনের ঠিক আগমুহূর্তে যা প্রকাশ করা হয়েছে।