সব দল অংশ না নিলে, নির্বাচনের বৈধতা নামবে শূন্যের কোঠায় : সিইসি
- আপডেট সময় : ০৭:৪২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩
- / ১৮৬৬ বার পড়া হয়েছে
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধান দলগুলো অংশ না নিলে, নির্বাচনের বৈধতা শূন্যের কোঠায় পৌঁছাবে।
তবে রাজনৈতিক সংকট কাটিয়ে ওঠাই আগামী জাতীয় সংসদ নির্বাচনের বড় চ্যালেঞ্জ। সকালে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে সিইসি বলেন, কোন চাপ কিংবা বিএনপিকে নির্বাচনে আনতে নয়, সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে ব্যালটে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ইসি।
আগাম নির্বাচনের জন্য কোন প্রস্তুতি নিচ্ছে না কমিশন; আগামী ডিসেম্বর বা জানুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান কাজী হাবিবুল আউয়াল।
যতোই দিন যাচ্ছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন কেমন হবে বা সব দল সেই নির্বাচনে অংশ নিবে কি না-এমন আলোচনাই টপ অব দ্যা কান্ট্রিতে রুপ নিয়েছে।
এরই মধ্যে ৪ এপ্রিল নির্বাচন কমিশন সভায় ৩শ আসনে ব্যালটে নির্বাচনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। এরপর ইভিএম থেকে ইসির সরে দাড়ানো নিয়ে প্রশ্ন উঠে।
এমন সব প্রশ্নের উত্তর দিতে সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। জানান, সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে ব্যালটে ভোট করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
তিনি বলেন, ইভিএম বা ব্যালট নয়, নির্বাচনে বড় চ্যালেঞ্জ সকল দলের অংশ গ্রহন নিশ্চিত করা। সিইসি বলেন, শতভাগ সুষ্ঠু ভোট ব্যালটে করলেও সম্ভব নয়, ইভিএমে করলেও সম্ভব নয়। আগাম নির্বাচনের কোন প্রশ্নই আসে না বলে সাফ জানিয়ে দেন কাজী হাবিবুল আউয়াল।