সব রুটে আন্তঃনগর সার্ভিস চালু করতে আরও ১৩ জোড়া ট্রেন চলাচল শুরু
- আপডেট সময় : ০৭:৩২:২৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২০
- / ১৫২৬ বার পড়া হয়েছে
পর্যায়ক্রমে সব রুটে আন্তঃনগর সার্ভিস চালু করতে নতুন করে আরও ১৩ জোড়া ট্রেন চলাচল শুরু হয়েছে। নতুন চালু হওয়া ট্রেনের মধ্যে ৯ জোড়া ট্রেন ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে আসা-যাওয়া করবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। কালোবাজারি বন্ধে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি কার্যক্রম শুরু করা হয়েছে বলেও জানান তিনি।
রোববার সকালে কমলাপুর রেলষ্টেশন পরিদর্শনে আসেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনসহ উর্ধতন কর্মকর্তারা। করোনাকালীন ট্রেন চলাচলের সার্বিক বিষয়ে খবর নেন তারা।
পরে সংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে, রেলের করোনাকালীন বহরে যুক্ত হয়েছে আরও ১৩ জোড়া ট্রেন।
কালোবাজারি বন্ধে শতভাগ অনলাইনে টিকিট বিক্রি কার্যক্রম শুরু করা হয়েছে। নতুন কার্যক্রমে যাত্রীদের অসুবিধা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান রেলমন্ত্রী।
নতুন ট্রেন চালু হওয়ায় স্বস্তির মিললেও অনলাইনে টিকিট সংগ্রহে যাত্রীদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া ।
১৩ জোড়া যুক্ত হওয়ায় এখন মোট বিভিন্ন রুটে ট্রেনের সংখ্যা দাঁড়ালো ৩০ জোড়া।