সব সংস্কার যদি অন্তর্বর্তী সরকার করে, তাহলে জনগন ও সংসদের কোনো দরকার নাই
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
- / ২১১৬ বার পড়া হয়েছে
সব সংস্কার যদি অন্তর্বর্তী সরকার করে, তাহলে জনগন ও সংসদের কোনো দরকার নাই। এমন মন্তব্য করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জেএসডির দ্বি-কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ও উচ্চ কক্ষ গঠনের প্রস্তাব শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ নির্বাচন কমিশন, আইন, বিচার ও শাসন বিভাগ নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে সব ধ্বংস করেছে। তারা বিগত ১৬ বছরে রাষ্ট্রের অবর্ননীয় ক্ষতি করেছে বলেও উল্লেখ করেন, মির্জা ফখরুল। তিনি বলেন, অম্তর্বর্তী সরকার যতদিন খুশি ততদিন ক্ষমতায় থাকুক, ৮০ ভাগ মানুষ তাদের চায়। কিন্তু তাদেরকে বিতর্কিত করতেও নানা অপপ্রচার চলছে। গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে দিতে নির্বাচন আয়োজনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সংস্কার করে নির্বাচন আয়োজনের দাবি জানান তিনি।