সবশেষ গার্ডার স্থাপনের মধ্য দিয়ে শেষ হয়েছে পদ্মা সেতুর কাঠামো নির্মাণের কাজ
- আপডেট সময় : ০৭:৫১:৩০ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
মাওয়া প্রান্তে ভায়াডাক্টের সবশেষ গার্ডার স্থাপনের মধ্য দিয়ে শেষ হয়েছে পদ্মা সেতুর কাঠামো নির্মাণের কাজ। এ পর্যন্ত মূল সেতুর নির্মাণ কাজের অগ্রগতি ৯৩ ভাগ। আর নদী শাসনসহ প্রকল্পের সার্বিক অগ্রগতি এখন ৮৫ ভাগ। সকালে সিলেট জোনের বিআরটিসি ও বিআরটিএ’র কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় বাসভবন থেকে দেয়া ভার্চুয়াল বক্তব্যে এ তথ্য জানান, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি আশা প্রকাশ করে বলেন, ২০২২ সালের জুন মাসেই উন্মুক্ত করে দেয়া হবে রেলসহ পদ্মা সেতুতে যান চলাচল।
সবশেষ ৪১তম স্প্যান বসানোর মধ্য দিয়ে গত ১০ ডিসেম্বর দৃশ্যমান হয় পদ্মা সেতুর ৬ দশমিক ১৫ কিলোমিটার। এর মধ্য দিয়ে পদ্মা সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি সাড়ে ৮২ ভাগ সম্পন্ন হয়েছে বলে জানায় সরকার।
এরই ধারাবাহিকতায় বাড়তে থাকে পদ্মা সেতুর কাজের অগ্রগতি। প্রায় ৫ মাস পর শনিবার মাওয়া প্রান্তে স্থাপন করা হয় ভায়াডাক্টের সবশেষ গার্ডার।
রোববার ঢাকার বাসভবন থেকে সিলেট জোনের বিআরটিসি ও বিআরটিএ’র কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে পদ্মা সেতুর কাজের সবশেষ অগ্রগতি তুলে ধরেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
এ সময় ঢাকা-সিলেট ও সিলেট-তামাবিল মহাসড়ক প্রকল্পের উন্নয়ন নিয়েও কথা বলেন তিনি।
সিলেট বিআরটিএ’কে দুর্নীতি ও অনিয়ম থেকে বের করতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দেন ওবায়দুল কাদের।