সবাইকে আবারও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৫:০৪:৫০ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১
- / ১৫২০ বার পড়া হয়েছে
সারাদেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে, দলের আলোচনা সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান। অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অসম্মান করেছিল বলে অভিযোগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, স্বাধীনতার মিথ্যা ঘোষক তৈরির চেষ্টা করলেও ইতিহাসে তার নাম-ঠিকানা থাকবে না। কারণ জাতির পিতাই যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত। সারাদেশে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনেরও নির্দেশ দেন সরকার প্রধান।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে, দলীয় আলোচনা সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এ আলোচনায় দলীয় সভাপতি শেখ হাসিনা বলেন, স্বাধীনতা বিরোধীরা পরাজিত পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করতেই পঁচাত্তরে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। বঙ্গবন্ধুর জীবনাদর্শ, দেশপ্রেম ও আত্মত্যাগের কথা নতুন প্রজন্মের জানা উচিত।
প্রধানমন্ত্রী বলেন, অবৈধ শাসকদের শাসনামলে সঠিক ইতিহাস তুলে ধরা নিষিদ্ধ ছিলো।করোনা বেড়ে যাওয়ায় সবাইকে আবারও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান সরকার প্রধান।খাদ্য উৎপাদনে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী, কৃষি জমিতে বঙ্গবন্ধুর প্রতিচিত্র তৈরী করে গিনেজ রেকর্ড করায় সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।