সবার জন্য সমান শিক্ষার সুযোগ তৈরিতে কাজ করছে সরকার
- আপডেট সময় : ০২:০০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯
- / ১৫২৭ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবার জন্য সমান শিক্ষার সুযোগ তৈরিতে কাজ করছে সরকার। সকালে গণভবনে, ২০১৯ সালের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা এবং জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে, একথা বলেন তিনি। এসময়, পড়াশোনার বিষয়ে শিশুদের অতিরিক্ত চাপ না দিতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।
সকালে গণভবনে জেএসসি ও পিইসি পরীক্ষার ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তুলে দেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
এ সময়, ৮টি সাধারণ শিক্ষা বোর্ড ও মাদ্রাসাসহ সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল প্রধানমন্ত্রীর হাতে হস্তান্তর করেন বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানগণ।
পরে, ২০২০ শিক্ষাবর্ষের প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যের পাঠ্যবই তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুপ্রেরণামূলক বক্তব্যে, প্রধানমন্ত্রী জানান, মেধা বিকাশের মাধ্যমেই নতুন প্রজন্মই গড়ে তুলবে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ।
কারিগরি শিক্ষার উপর সরকার গুরুত্ব দিচ্ছে জানিয়ে তিনি বলেন, পড়াশুনার পাশাপাশি ইতিহাস ও সাংস্কৃতিক চর্চায় ছেলে মেয়েদের উদ্ভুদ্ধ করতে হবে।
দেশের চলমান উন্নয়নে নতুন প্রজন্মকে যুক্ত হওয়ার আহ্বান জানান সরকার প্রধান। পরে গণভবন প্রাঙ্গনে নতুন বই পাওয়ার আনন্দে উচ্ছ্বল শিশুদের সাথে হাসি গানে সামিল হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।