সবুজে ভরে উঠেছে পবিত্র মক্কা-মদিনার পাহাড়-পর্বত
- আপডেট সময় : ০৩:৩৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩
- / ১৭৭৯ বার পড়া হয়েছে
ধূসর মরুর দেশ সৌদি আরবে অবিশ্বাস্য ঘটনা ঘটে চলেছে। গত কয়েক সপ্তাহর টানা বৃষ্টিপাতে প্লাবনের মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আর এই অবিশ্রান্ত বৃষ্টিতে সবুজে ভরে উঠেছে পবিত্র মক্কা-মদিনার পাহাড়-পর্বতমালা। চোখ যে দিকে যাচ্ছে কেবল সবুজের সমারোহ। প্রকৃতি যেন ভরে গেছে গাছ, লতা-পাতায়।
মক্কা-মদিনার পাহাড়-পর্বতের অবিশ্বাস্য নজিরবিহীন এসব ছবি ধরা পড়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার স্যাটেলাইট ক্যামেরায়। সৌদি আরবের ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি-এনসিএম জানিয়েছে, দেশটির বেশির ভাগ অঞ্চলে বৃষ্টি ও বজ্রপাত হবে। আজ মঙ্গলবার পর্যন্ত এমন অবস্থা চলতে পারে। অন্য একটি প্রতিবেদনে জেদ্দা কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে বাসিন্দাদের নিরাপদে থাকার নির্দেশনা মেনে চলার পরামর্শ দেয়া হয়েছে। মরুময় দেশটিকে সবুজে ভরিয়ে তোলার উদ্যোগ আরো আগেই নেয় সৌদি সরকার। এ বিষয়ে বেশ কয়েকটি মেগা প্রকল্প শুরু করে তারা। এর একটি হলো গ্রিন রিয়াদ প্রকল্প।