সমঝোতা অনুযায়ী,পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪২:১৫ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৮০০ বার পড়া হয়েছে
কয়েকদিনের টানা আলোচনার পর পাকিস্তানের সরকার গঠনে ঐকমত্যে পৌঁছেছে নওয়াজ শরিফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লীগ এবং বিলাওয়াল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি। গতরাতে এ ঘোষণা দেয় দল দুটি।
সমঝোতা অনুযায়ী, পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন নওয়াজ শরীফের ভাই- মুসলিম লীগের শেহবাজ শরিফ। অন্যদিকে দেশটির প্রেসিডেন্ট হবেন বিলাওয়াল ভুট্টোর বাবা- পিপিপির আসিফ আলী জারদারি। সরকার গঠন নিয়ে মঙ্গলবার সিনেটর ইসহাক দারের বাড়িতে রুদ্ধদ্বার বৈঠকে বসেন পিএমএলএন এবং পিপিপির নেতারা। সেখানে জোট সরকার গঠনের বিভিন্ন শর্ত নিয়ে আলোচনা হয়। পরে এ সিদ্ধান্ত নেয় দল দুটি। বিলাওয়াল ভুট্টো নিশ্চিত করেন, শেহবাজ শরীফ আবারও প্রধানমন্ত্রী হবেন। আর প্রেসিডেন্ট হবেন তার বাবা আসিফ আলী জারদারি। তবে নতুন সরকারের মন্ত্রিসভায় কে কোন মন্ত্রণালয় নেবেন বা পাবেন সেটি পরে জানানো হবে।