সমালোচনা হতে হবে দেশের কল্যানে, ক্ষতির জন্য যেন না হয় : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:২০:২৫ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩
- / ১৮৩৩ বার পড়া হয়েছে
দেশের ভাবমুর্তি ক্ষুন্ন হয় এমন সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সচেতন থাকতে সাংবাদিকদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সমালোচনা হতে হবে দেশের কল্যানে, ক্ষতির জন্য যেন না হয়। সকালে অসুস্থ, অসচ্ছল সাংবাদিক এবং নিহত সাংবাদিক পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজন করা হয় অসুস্থ, অসচ্ছল সাংবাদিক এবং নিহত সাংবাদিক পরিবারের সদস্যদের অনুকূলে আর্থিক সহায়তা ভাতা ও অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানের। এতে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অসুস্থ, অসচ্ছল সাংবাদিক এবং নিহত সাংবাদিক পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা ভাতা ও অনুদানের চেক তুলে দেন সরকার প্রধান।
এতে প্রধানমন্ত্রী বলেন, সব সাংবাদিকদের ওয়েজ বোর্ডের আওতায় আনা, কিস্তিতে ফ্লট কেনাসহ সাংবাদিকদের কল্যানে কাজ করছে সরকার।
দেশের ভাবমুর্তি ক্ষুন্ন হয় এমন সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সচেতন থাকতে সাংবাদিকদের প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী।
বিএনপি-জামাতা জোট সরকারের আমলে গণমাধ্যমের কোনো স্বাধীনতা ছিল না জানিয়ে সরকার প্রধান বলেন, আওয়ামীলীগ সরকারই মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেছে।
আওয়ামীলীগ সরকার সব সময় গণমাধ্যমের সাথে আছে থাকবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।