সম্পত্তির লোভে ভাড়াটে খুনি দিয়ে মাকে হত্যা
- আপডেট সময় : ০৫:৪৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০২২
- / ১৫৫০ বার পড়া হয়েছে
গাজীপুরের শ্রীপুরে সম্পত্তির লোভে ভাড়াটে খুনি দিয়ে মাকে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের মেয়ে শেফালী আক্তার ও ভাড়াটিয়া খুনি সোহেল রানাকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত মিনারা শ্রীপুর উপজেলার কেওয়া পুর্ব খন্ডগ্রামের আবু তাহেরের স্ত্রী।
সকালে শ্রীপুর থানায় প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায়, গত ১১ ফেব্রুয়ারি গাজীপুরের শ্রীপুর উপজেলায় সাতখামাইর এলাকার মান্নানের টেকের নির্জন ঝোপের মধ্যে থেকে অজ্ঞাত পরিচয়ের একটি মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে দ্রুত এই মামলার রহস্য উদঘাটন করে শ্রীপুর মডেল থানা পুলিশ। তদন্তের মাধ্যমে বেরিয়ে আসে ওয়াজ মাহফিলে নেয়ার কথা বলে গভীর জঙ্গলে ভাড়াটে খুনি দিয়ে জবাই করে মাকে হত্যা করে তার মেয়ে। শুক্রবার সকালে প্রেস ব্রিফিং এ গাজীপুরের কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার আজমীর হোসেন জানান, নিহত মিনারা বেগমের বাড়ি থেকে ৫ কিলোমিটার দূরে মান্নানের টেকের ঝোপে নির্জন স্থানে পাওয়া যায় এক নারীর গলাকাটা মরদেহ সম্পত্তির লোভে মাকে হত্যা করে মেয়ে শেফালী খাতুন।এ ঘটনার প্রধান আসামি শেফালী নিহত মিনারা বেগমের দ্বিতীয় মেয়ে। অভিযুক্ত মেয়ে শেফালী খাতুন এবং ভাড়াটে খুনি সোহেল রানাকে আটক করলে স্বীকারোক্তি মূলকজবানবন্দি দেন তারা। পরে গ্রেফতারকৃতদের গাজীপুর আদাল তের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।