সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার মামলায় ইশরাক খালাস
- আপডেট সময় : ০৭:২২:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার মামলায় বিএনপি নেতা ও সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনকে খালাস দিয়েছে আদালত। সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় দেন।
রায়ের প্রতিক্রিয়ায় ইশরাক বলেন, বিচারিক আদালতের এই সিদ্ধান্ত যুগান্তকারী, যা বিচার বিভাগের উপর জনগণের আস্থা ফেরাতে সহায়ক ভূমিকা পালন করবে। মামলার নথি থেকে জানা যায়, ২০০৮ সালের ১ সেপ্টেম্বর ইশরাক হোসেনের নিজের ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের সম্পদের বিবরণী চায় দুদক। ওই বছরের ৪ সেপ্টেম্বর দুদকের কনস্টেবল মোহাম্মদ তালেব কমিশনের ওই আদেশ জারি করতে তাদের বাসভবনে যান। কিন্তু ইশরাক সেখানে উপস্থিত না থাকায়, ভবনের প্রবেশ পথের বাম পাশের দেয়ালে, টেপ দিয়ে সেটে রেখে ওই আদেশ জারি করে আসে। এরপর ২০১০ সালের ৩০ আগস্ট রমনা থানায় মামলা করে দুদক। চলতি বছরের ১৫ জানুয়ারি অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়ে শেষ হয় গেল ১১ নভেম্বর।