সম্প্রতি মন্ত্রিত্ব হারানো ডা. মুরাদ হাসানের দেশে ফেরা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৫:৫০ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
- / ১৭৫২ বার পড়া হয়েছে
সম্প্রতি মন্ত্রিত্ব হারানো ডা. মুরাদ হাসানের দেশে ফেরা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা।
কানাডার পর দুবাইয়েও প্রবেশ করতে না পেরে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন বলে খবর পাওয়া গেলেও নির্দিষ্ট ফ্লাইটের যাত্রী তালিকায় তার নাম খুঁজে পাওয়া যায়নি।
করোনার সনদ না থাকায় কানাডা এবং ভিসা না থাকায় আরব আমিরাতে তাকে ঢুকতে দেয়া হয়নি। ফলে মুরাদ হাসান দেশে ফেরার প্রস্তুতি নেন। ঢাকায় আসার প্লেনের টিকিটও কাটেন তিনি। এর আগে শনিবার সকালে জানা যায়, মুরাদ হাসান কানাডার বিমানবন্দরে পৌঁছালে তাকে দেশটির বর্ডার সার্ভিস এজেন্সি ঢুকতে দেয়নি। পরে তাকে দুবাইগামী একটি প্লেনে তুলে দেয়া হয়। এর আগে গত ৯ নভেম্বর মধ্যরাতে কানাডার উদ্দেশে এমিরেটসের একটি ফ্লাইটে দেশত্যাগ করেন মুরাদ হাসান। অশালীন, শিষ্টাচারবহির্ভূত ও নারীর প্রতি অবমাননাকর বক্তব্য দিয়ে মন্ত্রিত্ব হারান তিনি।