সম্ভাবনা থাকলেও সন্ত্রাসের কারণে বিকশিত হচ্ছে না পার্বত্য চট্টগ্রামের পর্যটন শিল্প
- আপডেট সময় : ০৮:২৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬৩৫ বার পড়া হয়েছে
ব্যাপক সম্ভাবনা থাকলেও সন্ত্রাসের কারণে দীর্ঘদিনেও বিকশিত হতে পারছে না পার্বত্য চট্টগ্রামের পর্যটন শিল্প। সরকারের সুষ্ঠু পরিকল্পনার দুর্বলতায় এ শিল্পের সব সম্ভাবনা মুখ থুবড়ে পড়েছে। স্বাধীনতা পরবর্তী সময়ে পার্বত্য চট্টগ্রামে পর্যটনের উন্নয়নে বড় কোন প্রকল্পও বাস্তবায়িত হয়নি।
প্রাকৃতিক সৌন্দের্যের লীলাভুমি পার্বত্য তিন জেলা। ঘন সবুজ পাহাড়, দক্ষিণ এশিয়ার বৃহত্তম কৃত্রিম জলাশয় কাপ্তাই হ্রদ, পাহাড়ি ঝর্ণা, পাহাড়ের বুক চিড়ে বয়ে যাওয়া আঁকাবাঁকা ছোট নদী এমন প্রাকৃতিক সৌন্দর্য থেকে দৃষ্টি ফেরাতে পারে না দেশি বিদেশী পর্যটকরা। পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বিভিন্ন নৃ-গোষ্টিদের জীবনধারা নতুন মাত্রা যোগ করে পাহাড়ের পর্যটনে। কিন্তু এতসব সম্ভাবনা যেন কোন কাজে আসছে না। পর্যটন উদ্যোক্তাদের অভিযোগ পার্বত্য চট্টগ্রামের পর্যটন শিল্পের উন্নয়নে সরকারের পরিকল্পিত কোন উদ্যোগ নেই। এনিয়ে হতাশ পর্যটক এবং পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
পার্বত্য চট্টগ্রামের পর্যটন উদ্যোক্তারা প্রয়োজনীয় ব্যাংক ঋণ পাচ্ছে না। রয়েছে ভুমির মালিকানা সমস্যা। এ ছাড়াও আঞ্চলিক রাজনৈতিক সমস্যার কারণে বড় কোন বিনিয়োগে আগ্রহী নয় বেসরকারী উদ্যোক্তরা। সম্প্রতি পর্যটন বিভাগটি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের কাছে হস্তান্তর করা হয়েছে। ফলে এ খাতে উন্নয়নে গতি আসবে দাবি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ায়ম্যানের। এ বছর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বুধবার থেকে প্রথমবারের মতো রাঙামাটিতে চার দিনের পর্যটন মেলার আয়োজান করেছে জেলা পরিষদ ও জেলা প্রশাসন।