সম্ভাব্য দুর্ভিক্ষে খাদ্য সংকট মোকাবিলায় এখনই প্রস্তুতি নিতে হবে : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:৩৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২
- / ১৬১৬ বার পড়া হয়েছে
সম্ভাব্য দুর্ভিক্ষে খাদ্য সংকট মোকাবিলায় এখন থেকেই প্রস্তুতি নিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশকে ভালো রাখতে সবাইকেই সতর্ক থাকতে হবে।
বঙ্গবন্ধুকে হত্যার পর সামরিক শাসকরা দেশকে আমদানি নির্ভর করেছিলো অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, তারা গণমুখী প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। রাজধানীতে বিশ্ব খাদ্য দিবসের আলোচনায় এসব কথা বলেন শেখ হাসিনা।
বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে, খাদ্য মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে গণবভন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী দেশ গঠনে খাদ্য উৎপাদন বৃদ্ধিসহ নানা উদ্যোগ গ্রহন করেন বঙ্গবন্ধু।
প্রধানমন্ত্রী অভিযোগ করেন, ৭৫ পরবর্তী সরকারগুলো স্বাধীনতায় বিশ্বাস করেনি বলেই দেশকে সফল হতে দেয়নি।
করোনা পরবর্তী যুদ্ধ পরিস্থিতি ও চলমান বৈশ্বিক সংকট মোকাবিলায় নিজেদের প্রস্তুতির কথা জানান সরকার প্রধান। বলেন, ভর্তুকি দিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।
সুষম, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করার পাশাপাশি অপচয় না করে, সকলকে খাদ্য উৎপাদন বাড়ানোর আহবান জানান শেখ হাসিনা।