সম্ভাব্যতা যাচাই না করে উন্নয়ন প্রকল্প নিলে তা ঠিকভাবে বাস্তবায়িত ও কার্যকর হয় না : তাপস
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০০:৪৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
সম্ভাব্যতা যাচাই না করে যেখানে সেখানে উন্নয়ন প্রকল্প নিলে, তা ঠিকভাবে বাস্তবায়িত ও কার্যকর হয় না বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস।
দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে ফুটওভার ব্রিজ নির্মাণ কাজ পরিদর্শনশেষে তিনি এ মন্তব্য করেন।
এসময় তিনি বলেন, অনেকগুলো প্রকল্প নেয়া হয়েছিল, যেগুলোর কোনো সম্ভাব্যতা যাচাই করা হয়নি। জরুরি ভিত্তিতে হাইকোর্টের সামনে, মৎস্য ভবনের পাশে এবং জজকোর্টের সামনে ফুটওভার ব্রিজ নির্মাণের নির্দেশ দিয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘বাকিগুলোর নির্মাণ কাজ এখনো শুরু হয়নি। এগুলোর দীর্ঘসূত্রিতা হয়েছে। দীর্ঘদিন ধরে অনেকগুলো প্রকল্পের কোনো কাজ হয়নি। এগুলো খতিয়ে দেখার কথা জানিয়ে মেয়র বলেন, যেন দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট না হয় এবং জনগণ এর সুফল পায়।