সম্রাটের জামিনের মেয়াদ বাড়িয়ে অভিযোগ গঠনের শুনানি ২০ অক্টোবর ধার্য
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৯:২১ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৩২ বার পড়া হয়েছে
দুর্নীতি মামলার ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিনের মেয়াদ বাড়িয়ে অভিযোগ গঠনের শুনানি ২০ অক্টোবর ধার্য করা হয়েছে।
ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মোহাম্মদ আসিফুজ্জামান আদেশ দেন। এসময় আদালতে উপস্থিত ছিলেন সম্রাট। এ সময় তার আইনজীবী স্থায়ী জামিন চেয়ে আবেদন করলে দুদকের আইনজীবী বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ২০ অক্টোবর পর্যন্ত জামিন বহাল রাখেন। গেলো ২২ আগস্ট এই মামলায় অসুস্থ বিবেচনায় সম্রাটের দ্বিতীয় দফায় জামিন মঞ্জুর করে আদালত।
অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য থাকলেও সম্রাটের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ১৯ সেপ্টেম্বর দিন ধার্য করেন। ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলা করে দুদুক। ক্যাসিনো অভিযানে ২০১৯ সালের ৬ অক্টোবর গ্রেপ্তার করা হয় সম্রাট।