সয়ামিল বিদেশে রপ্তানী করলে দেশের প্রায় অর্ধেক খামার বন্ধ হবে
- আপডেট সময় : ০৮:০০:৩৩ অপরাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
পোলট্রি, মৎস্য ও ক্যাটল ফিড তৈরির অন্যতম উপাদান সয়াবিন মিল রপ্তানি বন্ধের দাবি জানিয়েছে ফিড ইন্ডাষ্ট্রিজ এসোসিয়েশন। সকালে রাজধানীর একটি হোটেলে সংগঠনটির সাধারণ সম্পাদক আহসানুজ্জামান বলেন সয়াবিন মিল বিদেশে রপ্তানী করলে দেশের প্রায় অর্ধেক খামার ব্যবসায়ি ব্যবসা বন্ধ করতে বাধ্য হবে। সে ক্ষেত্রে কিছু মনোপলি ব্যবসায়ীর নিয়ন্ত্রনে চলে যাবে এ সেক্টরটি।
ফিডমিলের অন্যতম উপাদান ভুটা, সয়াবিন, চাউলের কুড়া। এছাড়াও ফিডমিলগুলোতে ব্যবহৃত কাঁচামালের অধিকাংশই বিদেশ থেকে আমদানি করতে হয়। সয়াবিন মিল পোলট্রি ও মৎস্য খাদ্যের একটি প্রধান উপাদান এবং এর ব্যবহার ২৫-৩৫ ভাগ পর্যন্ত হয়ে থাকে।
সয়াবিন মিলের চরম সংকট থাকা সত্ত্বেও বাংলাদেশ সম্প্রতি ভারতে সয়াবিন রপ্তানি শুরু করছে। ফলে দেশীয় ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বন্ধ হবার আশঙ্কা প্রকাশ করেন ব্যবসায়ীরা।
সয়াবিন মিল রপ্তানি বন্ধে মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি ও খাদ্য মন্ত্রণালয় থেকে বানিজ্য মন্ত্রনালয়কে চিঠি দেয়া হলেও ভারত ও নেপালে সয়াবিন রপ্তানী চালু রয়েছে। যা আত্মঘাতি সিদ্ধান্ত বলে মনে করেন ফিড ব্যবসায়ীরা।
দেশের ডেইরি ও পোল্ট্রি শিল্পকে বাঁচাতে এই মুহূর্তে সয়াবিন মিল রপ্তানি বন্ধ করা জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা।