সরকার আধুনিক ও বাণিজ্যিক কৃষি ব্যবস্থা তৈরিতে কাজ করছে : কৃষিমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২
- / ১৬৪২ বার পড়া হয়েছে
ব্যাপক উন্নয়ন হলেও, সরকার আধুনিক ও বাণিজ্যিক কৃষি ব্যবস্থা তৈরিতে কাজ করছে বলে জানান কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
সকালে যশোর সদরের চুড়ামনকাটি এলাকায় চারা উৎপাদন কেন্দ্র পরিদর্শনের সময় একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, কৃষি লাভজনক না হলে কেউ চাষ করবে না। লাভজনক কৃষি ব্যবস্থা গড়তে নানা উদ্যাগ নিয়েছে সরকার।
এতে কৃষক নিজের প্রয়োজন মেটানোর পাশাপাশি অর্জিত অর্থ দিয়ে জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারে। পরিত্যক্ত জমি কৃষির আওতায় আনার উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান ড. আব্দুর রাজ্জাক।
এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব সাইদুল ইসলাম, জেলা কৃষি সম্প্রষারণ অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুরুলহকসহ আরো অনেকে।