সরকার এই মুহূর্তে সারের দাম বাড়াবে না : কৃষিমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩২:৫১ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১
- / ১৬২৩ বার পড়া হয়েছে
বিশ্ব বাজারে কয়েকগুণ বাড়লেও, সরকার এই মুহূর্তে সারের দাম বাড়াবে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তেলের দাম কমলে সমন্বয় করা হবে বলেও জানান তিনি।
বুধবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সম্প্রতি বৃটেন ও নেদারল্যান্ডস সফর নিয়ে সংবাদ সম্মেলন ডাকেন কৃষি মন্ত্রী। তিনি জানান, দুই দেশ সফরে গুরুত্বপূর্ণ কিছু সমঝোতা স্মারক সই করা হয়েছে। কৃষির আধুনিকায়নে তারা সহযোগিতা করবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী জানান,কৃষকদের কথা বিবেচনায় নিয়ে সারের দাম বাড়ানো হবে না। তবে, ডিজেলে ভর্তুকি দেয়ার পরিকল্পনা নেই সরকারের। ভর্তুকি দেয়ার প্রক্রিয়াটি বেশ জটিল বলে উল্লেখ করেন কৃষিমন্ত্রী।