সরকার এখন আর আইনের তোয়াক্কা করে না : মৌলিক অধিকার সুরক্ষা কমিটি
- আপডেট সময় : ০৬:৫৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
- / ১৬৮৫ বার পড়া হয়েছে
বিরোধীমত দমন করে সরকার শক্তি নয় বরং নিজেদের দুর্বলতার পরিচয় দিচ্ছে। নির্বাচনে জনসম্পৃক্ততা না থাকায়, নিয়ন্ত্রিত নির্বাচন কমিশনকে ব্যবহার করে ক্ষমতায় আসার পরিকল্পনা সাজিয়েছে সরকার। সকালে মৌলিক অধিকার সুরক্ষা কমিটির আলোচনা সভায় এসব কথা বলেন বিশিষ্টজনরা। তারা বলেন, সরকার এখন আর আইনের তোয়াক্কা করে না।
রাজধানীর ধানমন্ডির দৃক গ্যালারিতে ‘আবারো সাজানো নির্বাচন: নাগরিক উৎকণ্ঠা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে যোগ দেন সংবিধান, নির্বাচন বিশেষজ্ঞসহ বিশিষ্টজনরা। আলোচনায় বক্তারা বলেন, নির্বাচন সরকারের শক্তি প্রদর্শন নয়, দূর্বলতারই বহিঃপ্রকাশ। নিয়ন্ত্রিত নির্বাচন অনিয়ন্ত্রিত হতে পারে যে কোন সময় বলে মন্তব্য করেন তারা। বিশিষ্টজনরা বলেন,সরকার বিরোধীমত দমনে আইন শৃংখলা বাহনীকে ব্যবহার করছে। নির্বাচন পর্বরতী অর্থনৈতিক অবস্থার অবনতির আশংকা করছেন তারা। সরকারের নিয়ন্ত্রনে সাধারন মানুষের বিচারালয় এখন ভিন্নরূপ নিয়েছে বলেও মন্তব্য করেন বিশিষ্টজনরা।