সরকার করোনা ও টিকা নিয়ে ভুল তথ্য দিয়ে দেশের মানুষের সাথে প্রতারণা করছে
- আপডেট সময় : ০১:৫৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
প্রথম থেকেই সরকার করোনায় আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যানসহ টিকা নিয়েও ভুল তথ্য দিয়ে জনগণের সাথে প্রতারণা করেছে। এ মন্তব্য করেছেন বিএনপি নেতা ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন। সকালে বিএনপির করোনা ভ্যাকসিন সংগ্রহ ও বিতরণ পর্যবেক্ষণ সংক্রান্ত কমিটির ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। এসময় ড.মোশাররফ বলেন, সরকার করোনা নিয়ন্ত্রণের কথা না ভেবে নিজেরা রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার কাজে ব্যস্ত। টিকা আমদানিতে সরকার মাত্র একজন ব্যক্তি ও একটি দেশকে খুশি করার চেষ্টা করেছে। ফলে দেশ আজ চরম টিকা সংকটে পড়েছে বলে অভিযোগ করে বিএনপি।
করোনা পরিস্থিতি-ভ্যাক্সিন সংগ্রহ ও বিতরণ, এনিয়ে বিএনপির পর্যবেক্ষণ তুলে ধরতে ভার্চূয়াল সংবাদ সম্মেলনের আয়োজন।
প্রধান অতিথি বিএনপি নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেন, করোনা ও টিকা নিয়ে প্রথম থেকেই সরকারের পক্ষ থেকে ভুল তথ্য দেয়া হচ্ছে। এ কারণেই করোনা এখন নিয়ন্ত্রণের বাইরে।
করোনাকে ১ নম্বর সমস্যা হিসেবে চিহ্নিত করে প্রয়োজনে মেগা প্রজেক্ট থেকে টাকা এনে ৭০ শতাংশ মানুষকে টিকা আওতায় আনার দাবি জানান তিনি।
এদিকে প্রতিটি হাসপাতালে আইসিইউ বসানো ও অক্সিজেন সরবরাহের দাবি জানিয়ে বিএনপির আরেক নেতা, করোনা নিয়ন্ত্রণে জাতীয় ঐক্যের দাবি জানান।
করোনা নিয়ন্ত্রণের ব্যর্থতার দায়ভারে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানান বিএনপি নেতারা।