সরকার কৃষক ও কৃষির জন্য সর্বোচ্চ সহায়তা দিচ্ছে :প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৮:৫১:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের কারণে দেশে যেন খাদ্যাভাব না দেখা দেয়, সেজন্য সরকার কৃষক ও কৃষির জন্য সর্বোচ্চ সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কৃষকলীগের বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করে এ কথা বলেন তিনি।
আষাঢ়ের পয়লা দিনে দেশব্যাপী কৃষক লীগের বৃক্ষরোপন কর্মসূচির সূচনা। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে ভিডিও কনফারেন্সে গণভবন থেকে যুক্ত হয়ে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, প্রতিনিয়ত দুর্যোগের সাথে লড়াই করা এ জনগোষ্ঠীর উন্নত জীবন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। কৃষক ও কৃষির উন্নয়নে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন তিনি।
বিএনপি ও জামায়াত শাসনামলে সারাদেশে বৃক্ষ নিধন হয়েছিল উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, প্রকৃতিকে রক্ষা করতে , দুর্যোগ মোকাবিলায় আওয়ামী লীগ সরকারই বনায়নের সফল উদ্যোগ নিয়েছে।
কৃষির উন্নয়নে গবেষণা, প্রশিক্ষণ ও আধুনিক যান্ত্রিকিকরণের ভুমিকার গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, করোনা ভাইরাসের কারণে কৃষি যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে সরকার আন্তরিক দৃষ্টি দিয়েছে।
সবুজে বাঁচতে হলে সবাইকে অন্তত তিনটি করে গাছ রোপনের আহ্বান জানিয়ে, মুজিববর্ষে সারাদেশে এক কোটি গাছ লাগানোর আবারো ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।