সরকার দলীয় এমপি শিমুলের গানম্যানই এখন নাটোরের ত্রাস
- আপডেট সময় : ০৭:৫৮:২০ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
- / ১৬৫২ বার পড়া হয়েছে
সরকার দলীয় এমপি শফিকুল ইসলাম শিমুলের গানম্যানই এখন নাটোরের ত্রাস। একের পর এক নানা অপকর্ম করে বহাল তবিয়তে আছেন তিনি। পুলিশের কাছে অভিযোগ দিয়েও কোনো সুরাহা মিলছে না। এমপির আশীর্বাদে কনস্টেবলের কাছে অসহায় পুলিশ কর্মকর্তারাই। তবে বিভাগের সুনাম ক্ষুন্নের অজুহাতে মিডিয়ার সামনে কথা বলতে রাজি নন তারা।
পুলিশ কনস্টেবল মোশারফ হোসেন। নাটোর সদরের এমপি শফিকুল ইসলাম শিমুলের গানম্যান হিসেবে নিযুক্ত হওয়ার পর থেকে বেপরোয়া হয়ে উঠেছেন। এমপির নাম ভাঙিয়ে এখন সে বিপুল অবৈধ সম্পদের মালিক।
বাচ্চার স্কুলে যাতায়াতের সময় পরিচয়ের সূত্রধরে স্থানীয় এক নারীর সঙ্গে জড়িয়েছেন গানম্যান মোশারফ। পরকীয়ায় বাধা দেয়ায় ভাড়াটে সন্ত্রাসী দিয়ে ওই ব্যক্তির ওপর হামলা চালায় কথিত পুলিশ কনস্টেবল।
সমস্যা হচ্ছে তার পারিবারিক জীবনেও। স্ত্রী সন্তানদের সঙ্গে ঝামেলায় জড়াচ্ছেন প্রতিনিয়ত
এসব অভিযোগ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি মোশারফ হোসেন।
বিষয়টি গানম্যানের ব্যক্তিগত। এ বিষয়ে মোশারফের পরিবার তার কাছে অভিযোগ নিয়ে আসেননি বলেও জানান তিনি।
একজন আইন প্রয়োগকারী সংস্থার সদস্যের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা না করলে পুলিশ সম্পর্কে বিরূপ ধারণা জন্মাতে পারে, বলছেন সচেতন নাগরিক কমিটির সদস্যরা।