সরকার দেশকে ধ্বংস করে ফেলেছে : মির্জা আব্বাস
- আপডেট সময় : ১০:২৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩
- / ১৭৩৭ বার পড়া হয়েছে
সরকার দেশকে ধ্বংস করে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর রায় বলেছেন, ক্ষমতা হারানোর পর কী পরিস্থিতির সৃস্টি হবে–তা নিয়ে সরকারের ভেতর ভয় ঢুকেছে। বিকেলে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে কালো পতাকা মিছিল পূর্ব সমাবেশে এসব কথা বলেন তারা। দলের কেন্দ্রীয় নেতারা বলেন, বিএনপি নয়, ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগই বিদেশীদের কাছে ধরণা দিচ্ছে।
সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকার পুন:প্রতিষ্ঠার ১দফা দাবিতে রাজধানীর নয়া পল্টনে কালো পতাকা মিছিল পূর্ব সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।
জুমার পর থেকে বৃষ্টি উপেক্ষা করে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন মহানগর দক্ষিণ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বিএনপির মহানগর ও কেন্দ্রীয় নেতারা বলেন, অনেক আশা নিয়ে ব্রিকসের সম্মেলনে গেলেও প্রধানমন্ত্রী ফিরছেন খালি হাতে। তারা বলেন, বিএনপি নয়, আওয়ামী লীগই ক্ষমতায় টিকে থাকতে বিদেশীদের কাছে ধরনা দিচ্ছে।
স্থায়ী কমিটির সদস্যরা বলেন, জনগণ সরকারের বিরুদ্ধে ফুসে উঠেছে। আইন শৃঙ্খলা বাহিনী পুঁজি করে ক্ষমতায় থাকার সুযোগ নেই।
পরে কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে নয়া পল্টন থেকে কালো পতাকা মিছিল বের হয়।
কালো পতাকা মিছিল ফকিরাপুল, আরামবাগ, মতিঝিল শাপলা চত্তর, টিকাটুলী হয়ে দয়াগঞ্জ মোড়ে গিয়ে শেষ হয়।