সরকার দোকানপাট খুলে করোনার গণসংক্রমণ বাড়ানোর মাধ্যমে মেডিক্যাল কর্পোরেটদের স্বার্থ রক্ষা করছে :রিজভী
- আপডেট সময় : ০২:৩০:১২ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
সরকার লকডাউন তুলে দিয়ে দোকানপাট খুলে করোনার গণসংক্রমণ বাড়ানোর মাধ্যমে মেডিক্যাল কর্পোরেটদের স্বার্থ রক্ষা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সকালে বাড্ডায় ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের উদ্যোগে ত্রাণ বিতরণের সময় তিনি একথা বলেন। জনগণের অবস্থার কথা না ভেবে লকডাউন খুলে চরম ঝুঁকির মধ্যে ফেলে দেয়ার অভিযোগ করেন তিনি। চার মাস মানুষকে খাওয়ানো ব্যবস্থা করতে না পেরে মধ্য-আয়ের দেশের দাবীদার সরকার খাদ্যাভাবে লকডাউন খুলে সারাদেশে গণসংক্রমণ বিস্তার করছে বলে দাবি করেন এই বিএনপি নেতা। তিনি বলেন, যারা সত্য কথা বলছে, তাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। সরকারের চিকিৎসা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে দাবি করে মানুষের টাকায় কেনা ত্রাণ ক্ষুধার্ত ও অসহায় মানুষকে না দিয়ে আওয়ামী লীগের লোকেরা আত্মসাৎ করছে বলেও মন্তব্য করেন তিনি।