সরকার নতুন করে আগুন সন্ত্রাসের নাটক করছে : আমীর খসরু
- আপডেট সময় : ০৯:০৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২
- / ১৬০৫ বার পড়া হয়েছে
বিএনপির অহিংস আন্দোলনকে ভিন্নখাতে নিতে সরকার নতুন করে আগুন সন্ত্রাসের নাটক করছে বলে অভিযোগ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আরেক সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, বিএনপির আন্দোলনে আওয়ামী লীগ আগুন সন্ত্রাস করবে বলে, আগ বাড়িয়ে তা বলে দিচ্ছে। সংকট থেকে দেশ রক্ষার পরিবর্তে, বিএনপির আন্দোলন দমনে সরকার ব্যস্ত বলে মন্তব্য করেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
রাজধানীর নয়াপল্টনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মিছিল সমাবেশের আয়োজন করে মহিলা দল।
সমাবেশের বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, সরকার আবারও আগুন সন্ত্রাসের নাটক শুরু করেছে।
কেন্দ্রীয় কার্যালয়ে ড্যাবের ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিএনপি বিভাগীয় গণসমাবেশে জনস্রোত দেখে, ভয় পেয়েছ আওয়ামী লীগ।
জাতীয় প্রেস ক্লাবে ড্যাবের আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশের সংকট নিয়ে সরকারের কোনো মাথাব্যাথা নেই।
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সকল রাজনৈতিক দলসহ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান ড. মোশাররফ