সরকার নির্বাচন কমিশনকে দলীয় সংস্থা হিসেবে বিবেচনা করে : মির্জা ফখরুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০
- / ১৫২৫ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ ক্ষমতায় এসে নির্বাচন কমিশনকে দলীয় সংস্থা হিসেবে বিবেচনা করে প্রশাসনকে ব্যবহার করে আসছে। তাই এমন দলীয় নির্বাচন কমিশনের উপর জনগণের এখন আর কোন আস্থা নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দুপুরে ঢাকা থেকে ঠাকুরগাঁও যাবার পথে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের তিনি একথা বলেন। বর্তমান নির্বাচন কমিশনকে হাস্যকর ও অযোগ্য উল্লেখ করে তিনি আরও বলেন, এখন পর্যন্ত এই কমিশন কোন বিশ্বাসযোগ্য নির্বাচন দিতে পারেনি। বরং তারা নির্বাচন ব্যবস্থার আগের ইমেজ ধ্বংস করে দিয়েছে। এসময় স্থানীয় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।